Rule Change 1st October: LPG, UPI, রেলের টিকিট বুকিং! ১লা অক্টোবর থেকে বদলে গেল এই নিয়মগুলো
১লা অক্টোবর ২০২৫ থেকে দেশবাসীর জীবনযাত্রায় ও আর্থিক লেনদেনে সরাসরি প্রভাব ফেলতে চলেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন। উৎসবের মরশুমে আসা এই পরিবর্তনগুলি বিভিন্ন ক্ষেত্রে সুবিধা আবার কিছু ক্ষেত্রে সমস্যাও সৃষ্টি করতে পারে।

Rule Change 1st October: শারদীয়া দুর্গাপূজার শেষ হতে না হতেই বহু ক্ষেত্রে এমন বদল আসতে চলেছে, যার প্রভাব সরাসরি পড়বে সাধারণ মানুষের জীবনে। দুর্গোৎসব শেষ হয়ে গেলেও উৎসবের মরশুম (Festival Seas) কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। সারা অক্টোবর মাস জুড়েই উৎসব চলবে। আর যে নিয়মগুলিতে পরিবর্তন আসছে, তা মানুষের জীবন যাপনের সঙ্গে সম্পৃক্ত।
১লা অক্টোবর ২০২৫ থেকেই সাধারণ মানুষের অর্থাৎ দেশবাসীর সমস্ত ক্ষেত্রেই এই পরিবর্তন লক্ষ্য করা যাবে। যার সরাসরি প্রভাব পড়বে আপনার পকেটের উপরে। এবার সেই প্রভাবের দরুন আপনি কোন কোন ক্ষেত্রে কষ্টের সম্মুখীন হতে পারেন বা সমস্যার সামনে পড়তে পারেন, আবার কোন কোন ক্ষেত্রে বেশ কিছু সুবিধা পাবেন, সমস্ত বিষয়টি এখানে এই প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
অক্টোবর ২০২৫ এর শুরুতেই কেমন পরিবর্তন?
মানুষের জীবন যাপনের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে সুরাহা মিলতে পারে, আবার বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট সমস্যায় পড়তে পারেন। অক্টোবর মাসের শুরু থেকেই এই পরিবর্তনের ফলে দেশবাসীরা যেমন একদিকে রান্নার হেঁশেলে এর প্রভাব বুঝতে পারবেন, ঠিক তেমনি আর্থিক লেনদেনের ক্ষেত্রেও বহু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন।
রেলযাত্রী রেল সফর থেকে শুরু করে ইউপিআই লেনদেন, এলপিজি সিলিন্ডারের বদল নিয়মে বদল, বিমান যাত্রীদের ক্ষেত্রে পরিবর্তন, ডাকঘর পরিষেবা যে সমস্ত গ্রাহকরা নিয়ে থাকেন তাদের ট্র্যানজ্যাকশনের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের বদল দেখা যাচ্ছে। ফলে অক্টোবর মাসে যে পরিবর্তনগুলো হতে চলেছে, তা পর্যায়ক্রমে একবার দেখে নিন।
১. পোস্ট অফিস সংক্রান্ত বিভিন্ন বদল
Postal Rules Change: দেশ জুড়ে ব্যাংকিং পরিষেবার সঙ্গে এখনও পর্যন্ত পোস্ট অফিসের পরিষেবা বিভিন্ন গ্রাহক গ্রহণ করে থাকেন। তাই পোস্ট অফিসের ক্ষেত্রে যদি বিভিন্ন নিয়মের পরিবর্তন হয়, তাহলে তা সরাসরি গ্রাহকদের উপরে প্রভাব ফেলবে। ইন্ডিয়ান পোস্ট সার্ভিসের তরফে ১ অক্টোবর ২০২৫ থেকে এই নতুন নিয়মগুলো শুরু হতে চলেছে বলে জানানো হয়েছে। এই নিয়ম অনুযায়ী দেখা যাচ্ছে স্পিড পোস্ট পরিষেবার ক্ষেত্রে যেরকম একদিকে ফি বাড়তে চলেছে, আবার কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু পরিবর্তন হচ্ছে, যার ফলে ডাকঘর পরিষেবা নেওয়া গ্রাহকরা সুবিধা পাবেন।
অক্টোবরের শুরু থেকেই ডাকঘর পরিষেবায় নতুন যে সমস্ত ফিচারগুলি যুক্ত হয়েছে, সেগুলি হল- রিয়েল টাইম ট্রাকিং, পেমেন্ট, অনলাইন ট্র্যানজ্যাকশন, SMS নোটিফিকেশন থেকে ইউজার রেজিস্ট্রেশন, এই নতুন ফিচারগুলি ডাকঘর পরিষেবায় যুক্ত হওয়ার ফলে অক্টোবর মাস থেকেই গ্রাহকরা সুবিধা পেতে চলেছেন। যার ফলে নিরাপদে এবং স্বচ্ছতার সঙ্গে তারা আর্থিক লেনদেন করতে পারবেন।পড়ুয়ারা ১০% ছাড় পেতে চলেছেন।
২. LPG সিলিন্ডারের দামের পরিবর্তন:
ইন্ডিয়ান অয়েল কোম্পানিগুলোর তরফে এতদিন পর্যন্ত ১৯ কেজির কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম কম থাকলেও এবার অক্টোবর মাস থেকে সেই নিয়মে বড় বদল ঘটতে চলেছে অর্থাৎ ১ অক্টোবর ২০২৫ থেকেই IOCL- এর ওয়েবসাইট অনুযায়ী, ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কলকাতা মুম্বই, দিল্লি সহ একাধিক শহরে এক ধাক্কায় বাড়তে চলেছে।
যেমন, দিল্লিতে ১৫৮০ টাকার জায়গায় ১৫ টাকা বেড়ে তা ১৫৯৫ টাকা হয়েছে। কলকাতায় ১৯ কেজির এলপিজি কমার্শিয়াল সিলিন্ডারের দাম ১৬৮৪ টাকা থেকে বেড়ে ১৭০০ টাকা হয়েছে। ঠিক একইভাবে মুম্বই এবং চেন্নাইয়ের মত শহরেও এলপিজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ছে। তবে এটুকুই স্বস্তি ১৪ কেজির ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার অর্থাৎ বাড়িতে ব্যবহারের জন্য যে গ্যাস সিলিন্ডার সেই দামের কোনো পরিবর্তন হয়নি।
৩. রেলযাত্রীদের রেল সফরেও নতুন নিয়ম
Indian Railway: ভারতীয় রেলওয়ে উৎসবের মরশুমে ১ অক্টোবর ২০২৫ থেকেই রেল যাত্রীদের জন্য পুরনো নিয়মের বদল ঘটিয়ে নতুন নিয়ম চালু করছে। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, এবার থেকে রেল যাত্রীদের অনলাইন টিকিট বুকিং এর ক্ষেত্রে নতুন নিয়ম আনার ফলে নিরাপদে স্বচ্ছতার সঙ্গে যাতে জালিয়াতির শিকার না হন যাত্রীরা, সেই দিকে লক্ষ্য রেখেই এই বদলে উপকৃত হবেন তারাই।
নতুন নিয়মে যারা আধার যাচাই করেছেন, তারা অনলাইন টিকিট বুকিং সিস্টেম ওপেন হওয়ার সঙ্গে সঙ্গেই প্রথম ১৫ মিনিটেই অনলাইন বুকিং করতে পারবেন। যেটা আগে তৎকাল বুকিং এর ক্ষেত্রে ছিল। আইআরসিটিসি ওয়েবসাইট এবং অ্যাপ দুই পদ্ধতিতেই রেল যাত্রীরা অনলাইনে বুকিং করতে পারবেন। তবে পি আর সি রিজার্ভেশন কাউন্টার থেকে টিকিট কাটলে সেখানে এই সুবিধা মিলবে না।
৪. বিমান যাত্রীদের নিয়মেও পরিবর্তন
যাদের বিভিন্ন জরুরি কাজের জন্য খুব কম সময়ের মধ্যে প্রয়োজনে বিমান যাত্রা করতে হয়। অথবা যারা নিয়মিত ফ্লাইটে যাতায়াত করে থাকেন, তাদের উপরে এবার প্রভাব পড়তে পারে। তার কারণ সাম্প্রতিক সময়ে অক্টোবর মাস থেকেই ATF এর দাম বাড়তে চলেছে। যথেষ্ট উল্লেখযোগ্য ভাবেই এই দাম বৃদ্ধি হতে দেখা যাচ্ছে। দিল্লিতে ATF প্রতি কিলোলিটার দাম বেড়ে হচ্ছে ৯৩৭৬৬.০২ টাকা।
কলকাতায় প্রতি কিলোলিটার এটিএফ বেড়ে দাম দিয়ে দাঁড়াচ্ছে প্রায় ৯৬ হাজার ৮১৭ টাকায়। সেই জায়গায় মুম্বইতে প্রতি কিলো-লিটারে দাম হচ্ছে ৮৭৭১৪.৩৯ টাকা। ফলে প্রতিক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় কমবেশি ৩ হাজার টাকার মত দাম বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানিগুলির ক্ষেত্রে পরিচালনার খরচ বাড়বে। আর তার ফলে বিমান যাত্রীদের বেশি দাম দিয়ে আগামীতে টিকিট কাটতে হতে পারে।
৫. UPI- এর নিয়মে পরিবর্তন:
Unified Payment Interface এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ সাধারণ লেনদেন থেকে শুরু করে বৃহৎ মাপের ব্যবসায়িক ক্ষেত্রেও ইউপিআই-এর মাধ্যমেই এক লহমায় টাকা ট্রান্সফার করা যাচ্ছে। আর সেই ক্ষেত্রে ১ অক্টোবর ২০২৫ থেকেই আসতে চলেছে বড় বদল। যার সরাসরি প্রভাব পড়বে ইউপিআই ব্যবহারকারীদের উপরে।
তবে সেক্ষেত্রে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া NPCI-এর তরফে এর আগে জুলাই মাসেই এক সার্কুলারে জানানো হয়েছিল, ইউপিআই ব্যবহারকারীরা যাতে বর্তমানে নিরাপদে স্বচ্ছভাবে কোনো রকম জালিয়াতির শিকার না হন, সেই উদ্দেশ্যেই এই পরিবর্তন আনা হয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইউপিআই এর একটি ফিচার সরিয়ে দেওয়া হয়েছে। তা হল পিয়ার টু পিয়ার P2P এই ফিচারটি ইউপিআই সিস্টেম থেকে সরিয়ে ফেলা হয়েছে। যার ফলে এবার নিরাপদ ভাবে ইউপিআই ইউজাররা টাকার ট্র্যানজ্যাকশন করতে পারবেন বলে জানানো হয়েছে।
৬. অনলাইন গেমিংয়ে বদল
অনলাইন গেমিং এর ক্ষেত্রে বহু প্রতারণার অভিযোগ আসে। তাই এই ব্যবস্থায় যাতে দেশবাসী প্রতারণার সম্মুখীন না হন তাই অনলাইন গেমিং ক্ষেত্রে Meity থেকে বৈধ লাইসেন্স নিতে হবে বলে জানানো হয়েছে। অক্টোবর মাস থেকেই এই নিয়ম চালু হয়ে যাচ্ছে। আর এর ফলে অনলাইন গেমিং এর ইউজাররা নিরাপদে এই গেমিং এর ফিচারগুলো ব্যবহার করতে পারবেন বলেই জানানো হয়েছে।
৭. অক্টোবর মাসে ব্যাংকে ছুটির ফোয়ারা
Bank Holidays: যেহেতু অক্টোবর মাস জুড়ে উৎসবের মরশুম চলছে তাই ব্যাংকে যাওয়ার আগে অবশ্যই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দেওয়া ব্যাংক হলিডে লিস্টে একবার চোখ বুলিয়ে নিন। একনজরে দেখে নিন যেদিন আপনি ব্যাংকে আপনার প্রয়োজনীয় কাজ করতে যাচ্ছেন, সেদিন ব্যাংক খোলা থাকবে নাকি বন্ধ থাকবে। এমনিতেই দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাংক বন্ধ।
তার উপরে সাপ্তাহিক রবিবারগুলো ছুটির দিন। ফলে ব্যাংক বন্ধ থাকবে। এবার অক্টোবর মাস জুড়ে ব্যাংকের ছুটির তালিকায় রয়েছে, গান্ধী জয়ন্তী, দশেরা, লক্ষ্মীপূজো, বাল্মিকী জয়ন্তী, দীপাবলি, ছট পুজো সহ বেশ কয়েকটি ছুটি। ফলে ব্যাংকে যাওয়ার আগে একনজরে এই ছুটির দিনগুলি দেখে নেবেন।

