Trending News

Aadhaar App: আধারের নতুন অ্যাপে, ঘরে বসেই ফোন নম্বর, ঠিকানা, নাম বদলানো যাবে! কিভাবে করবেন দেখে নিন।

“আগে আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করতে হলে ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইনে দাঁড়াতে হতো—বিশেষত বয়স্ক ও অসুস্থ মানুষদের জন্য ছিল ভীষণ কষ্টের। কিন্তু এবার UIDAI এমন এক নতুন সুবিধা এনেছে, যা ঘরে বসেই কয়েক মিনিটে এই কাজটি করে দেওয়া যাবে।

Aadhaar App: ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের কাছে ভোটার কার্ড, প্যান কার্ডের মত আধার কার্ডও একটি গুরুত্বপূর্ণ পরিচয় পত্র। যেকোনো সরকারি সুযোগ-সুবিধা পাওয়া পাওয়া থেকে শুরু করে ব্যাঙ্কিং পরিষেবা, মোবাইলের কানেকশন নেওয়া প্রতিটি ক্ষেত্রেই আধার কার্ডের প্রয়োজন হয়। তবে শুধু আধার কার্ড থাকলেই হলো না, এর সঙ্গে একটি মোবাইল নম্বর লিংক করা থাকতে হবে।

কারণ যে কোনো কাজে আধার কার্ডটি ব্যবহার করলে ওই নির্দিষ্ট নম্বরে একটি OTP আসবে। আর এই আধার কার্ডে মোবাইল নম্বর পরিবর্তন বা আপডেট করার জন্য, সাধারণ মানুষকে সরাসরি আধার পরিষেবা কেন্দ্রে (Aadhaar Seva Kendra)-যেতে হতো। আধার কেন্দ্রে ওই লম্বা লাইনে দাঁড়ানো, প্রতিটি মানুষের কাছে বেশ সময়সাপেক্ষ ব্যাপার ছিল।

Aadhaar App
Aadhaar App

তবে এবার UIDAI কর্তৃপক্ষ এই নিয়মের বদল এনেছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) ডিজিটাল পরিষেবাগুলিতে পরিবর্তন আনার ফলে সাধারণ মানুষের বেশ সুবিধাই হয়েছে। সাম্প্রতিক সময়ে UIDAI কর্তৃপক্ষ একটি নতুন আধার অ্যাপ লাঞ্চ করেছে। এই অ্যাপের মাধ্যমে জনসাধারনেরা এবার থেকে ‘মোবাইল নম্বর পরিবর্তন ও আপডেট’ করতে পারবেন।

Aadhaar App
Aadhaar App

আগে আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করতে হলে মানুষকে, আধার সেন্টারে গিয়ে বড় লাইনে দাঁড়াতে হত। অনেক সময় নষ্ট করতে হতো। এর ফলে প্রতিবন্ধী এবং বয়স্ক মানুষরা খুবই সমস্যায় পড়তেন। তবে UIDAI-এর নতুন আধার অ্যাপে, Update Section-এ এখন একটি Active অপশন হিসাবে ‘মোবাইল নম্বর আপডেট’-এর সুবিধা দিচ্ছে। অনলাইনের মাধ্যমে পরিষেবা নিতে, OTP-এর মাধ্যমে আধার ভেরিফিকেশন করতে মোবাইল নম্বরটি প্রয়োজন।

Aadhaar App
Aadhaar App

মোবাইল নম্বর আপডেটের পাশাপাশি এই অ্যাপের মাধ্যমে আরো তিনটি সুবিধা পাওয়া যাবে। সেগুলি হল- Email ID Update ও ঠিকানা পরিবর্তন (Address Update)। তবে, এখনও এগুলি লাইভ বা শুরু হয়নি। এই অ্যাপের LIVE সেকশনের দিকে যদি তাকান তবে দেখবেন যে, এই বৈশিষ্ট্যটি শীঘ্রই যুক্ত হবে। তাই এই অপশনগুলি দেখা গেলেও, পরিষেবাটি এখনও চালু হয়নি। UIDAI এই অ্যাপটি ডেভেলপমেন্ট এর মাধ্যমে এই পরিষেবা গুলি সক্রিয় করবে বলে আশা করা হচ্ছে।

Aadhaar App
Aadhaar App

UIDAI-এর চালু করা নতুন এই আধার অ্যাপে ‘জন্ম তারিখ আপডেট‘ করার কোনো অপশন নেই। জন্ম তারিখ আপডেট (Date of Birth Update) বিকল্পটি এই অ্যাপে অন্তর্ভুক্ত করা না হলেও, এটি যে শীঘ্রই যুক্ত হবে সেই বার্তাই প্রদান করছে।

ঘরে বসে মোবাইল নম্বর আপডেট করতে চাইলে ৭৫ টাকা ফি দিতে হবে। সাথে ওই আধার কার্ডে আগে থেকেই একটি মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক। কারণ আধার লিংক থাকা মোবাইল নম্বরে একটি OTP আসবে। আর ওই OTP-টি এন্টার করতে না পারলে, নতুন করে মোবাইল নম্বর আপডেট হবে না।

Aadhaar App
Aadhaar App

পাশাপাশি এই অ্যাপে বায়োমেট্রিক আপডেট (Biometric Update)-এর কোনো সুবিধা নেই। বায়োমেট্রিক আপডেট অফলাইনের মাধ্যমে করতে হবে। এখনো পর্যন্ত আঙুলের ছাপ (Fingerprint Update), আইরিস স্ক্যান (Iris Scan) ও ছবি আপডেট (Photo Update)-এর জন্য আধার সেন্টারে যেতে হবে।

UIDAI এর এই ডিজিটাল প্ল্যাটফর্ম নাগরিক পরিষেবা আরও দ্রুত এবং সহজে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হবে। এটি ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ। সাধারণ মানুষের জীবনযাত্রাকে সহজ করার লক্ষ্যে একটি বড় পদক্ষেপ।

Bengal Hood

Bengal Hood-এ আমরা ৬ বছরের বেশি সময় ধরে বিনামূল্যে ও জেনুইন চাকরির আপডেট দিয়ে আসছি। Work From Home চাকরি, প্রাইভেট চাকরি, ইন্টার্নশিপ এবং অনলাইন কাজের খবর, সবই নির্ভরযোগ্য!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button