Aadhaar Card Update: আধার আপডেটের ফি বাড়ানো হল! কোন কোন আপডেটে কত টাকা দিতে হবে?
১লা অক্টোবর ২০২৫ থেকে আধার কার্ড আপডেটের নিয়মে বড় পরিবর্তন আসছে, যেখানে কিছু পরিষেবার জন্য ফি বৃদ্ধি করা হয়েছে। তবে শিশুদের আধার তৈরি এবং ৫-৭ বছর ও ১৫-১৭ বছর বয়সীদের বায়োমেট্রিক আপডেট এখন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে।

Aadhaar Card Update: আধার কার্ডের নিয়মে ঘটতে চলেছে বড় পরিবর্তন। অক্টোবর মাসের শুরুতেই দেশজুড়ে বিভিন্ন ক্ষেত্রে যে বদল ঘটছে, তার মধ্যে রয়েছে আধার কার্ডের পরিবর্তন (Aadhaar Rules Change) একদিকে যেমন UPI পেমেন্ট থেকে শুরু করে এলপিজি সিলিন্ডার, রেল সফর থেকে শুরু করে বিমান সফর, বিভিন্ন ক্ষেত্রে যে ধরনের বদল ঘটতে চলেছে অক্টোবর মাস থেকে, ঠিক সেই রকমভাবেই আধার কার্ডের নিয়মেও বদল ঘটতে দেখা যাচ্ছে।
এবার আধার নিয়মের বদল ঘটার ফলে ইউআইডিএআই-এর তরফে জারি করা নোটিফিকেশনের পরিপ্রেক্ষিতে দেশবাসী কি কোনো সুরাহা পেতে পারেন? এর ফলে কি ভারতবাসীর কাছে যা গুরুত্বপূর্ণ পরিচিতি নথি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, সে ক্ষেত্রে সাধারণ মানুষ উপকৃত হতে পারেন? এই প্রসঙ্গেই এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হবে।
এই মুহূর্তে প্রত্যেক দেশবাসীর কাছে গুরুত্বপূর্ণ নথি হলো আধার কার্ড। UIDAI অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এই আধার কার্ডের ক্ষেত্রে বহু নিয়মের বেশ কিছু পরিবর্তন করেছে। আর আধার কার্ডের নিয়ম পরিবর্তিত হলেও সাধারণ মানুষকে সেই নিয়ম অনুযায়ী সমস্ত কিছুই আপডেট করে রাখতে হবে।
তার কারণ, সরকারি, বেসরকারি যে কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রেই আধার কার্ড হল একটি অতি উল্লেখযোগ্য নিজের পরিচিতির নথি। আপনি সরকারি প্রকল্পের সুবিধা নিতে যান অথবা ব্যাংকিং ক্ষেত্রে ট্রানজাকশনের সময়, নতুন অ্যাকাউন্ট খোলা বা যেকোনো জায়গায় চাকরি, ব্যবসার প্রয়োজনে!
যাই হোক না কেন, সব ক্ষেত্রেই প্রথমেই যে জিনিসটি চাওয়া হয়ে থাকে তা হলো আধার কার্ড। ফলে এই পরিবর্তন সম্পর্কে ইউআইডিএআই এর তরফে জারি করা নোটিফিকেশনে যা জানা যাচ্ছে, তাহলো- আধার কার্ড আপডেট নিয়মের বদল করা হয়েছে এবং নতুন ফি কাঠামো ঘোষণা করা হচ্ছে।
আধারে আপডেটে ফি লাগবে
মূলত UIDAI যা জানাচ্ছে তা হল, আধার কার্ডের বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য দেশবাসীকে আগের থেকে বেশি টাকা এবার খরচ করতে হবে। অর্থাৎ আপডেট করার সময় আধার কার্ডের জন্য নতুন ফি কাঠামোর একটি লিস্ট তৈরি করা হয়েছে। সেই লিস্ট অনুযায়ী আপনাকে টাকা পেমেন্ট করতে হবে।
আধারে আপডেটে ফি ডিসকাউন্ট
UIDAI- এর তরফে জানানো হয়েছে, আধার কার্ডের চার্জের কাঠামো বদল করা হয়েছে অর্থাৎ আগে যে টাকা দিয়ে আধারের পরিষেবা গ্রাহকরা নিতে পারতেন, এবার থেকে সেক্ষেত্রে বেশি টাকা প্রদান করতে হবে। তবে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। যেমন–
শিশুদের আধার কার্ড তৈরি করা এবং তাদের বায়োমেট্রিক তথ্য আপডেট করতে হলে তা সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে।
তাছাড়া ৫ থেকে ৭ বছর এবং ১৫ থেকে ১৭ বছর বয়সী শিশু এবং কিশোর- কিশোরীদের জন্য বায়োমেট্রিক আপডেটের ফি কাঠামোতে পুরোপুরি ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ একেবারে মুকুব করে দেওয়া হয়েছে। আগে এর জন্য ৫০ টাকা করে দিতে হতো। নতুন নিয়মে কোনো টাকা দিতে হবে না।
UIDAI এর তরফে কিছু জরুরী তথ্য
বর্তমানে আধার কার্ড নকল করার জন্য একাধিক চক্রের সন্ধান পাওয়া গেছে। তারা জালিয়াতি করে এই নকল আধার কার্ড তৈরি করার জন্য বিভিন্ন মানুষের কাছ থেকে মোটা টাকা আদায় করে নিচ্ছে। তাই সকলকে সরকারের তরফে সতর্ক করা হয়েছে।
আসল এবং নকল আধার কার্ডের মধ্যে যে তফাতগুলো রয়েছে, তা আপনি ইউআইডিএআই এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা স্মার্টফোনে mAadhaar অ্যাপ ব্যবহার করে নিজেই তার সত্যতা যাচাই করে নিতে পারবেন। প্রত্যেক দেশবাসীর আধার কার্ডের এই সত্যতা সম্পর্কে জেনে রাখা প্রয়োজন এবং নিয়ম অনুযায়ী সমস্ত তথ্য সঠিক এবং আপ টু ডেট রাখার প্রয়োজন রয়েছে। যাতে ভবিষ্যতে কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয়।
আধার কার্ডের নতুন নিয়মে ফি কাঠামো
- বায়োমেট্রিক আপডেট: আগে আঙ্গুলের ছাপ এবং চোখের মনি স্ক্যানের মত বায়োমেট্রিক ডেটা আপডেট করার জন্য ১০০ টাকা দিতে হতো। এখন সেটা বেড়ে ১২৫ টাকা হয়েছে।
- সাধারণ যেকোনো তথ্য আপডেট: আধার কার্ডের নাম, ঠিকানা, জন্মতারিখ, মোবাইল নম্বর, ইমেইল আইডি, লিঙ্গ ইত্যাদির মত সাধারণ তথ্য আপডেট করতে হলে আগে ৫০ টাকা ফি দিতে হতো। এখন সেটি বাড়িয়ে ৭৫ টাকা করা হয়েছে।
- ঘরে বসেই আধার আপডেট: যদি বাড়িতে বসেই আধার কার্ডের আপডেট করতে চান, তাহলে আপনাকে ৭০০ টাকা ফি দিতে হবে। এর জন্য ইউআইডিএআইকে ইমেইল করে আবেদন জানিয়ে এই পরিষেবা নিতে হবে।
আধার কার্ডের নিয়মের নতুন তালিকা
- বাড়িতে আপডেট পরিষেবা- আগে করা সম্ভব ছিল না। এখন নতুন নিয়মে ৭০০ টাকা লাগবে।
- Demographic Update বা সাধারণ তথ্য আপডেট করতে হলে আগে ৫০ টাকা ছিল। এখন ৭৫ টাকা লাগবে।
- নবজাতক বা শিশুদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে।
- বায়োমেট্রিক আপডেট– আগে ছিল ১০০ টাকা। নতুন নিয়মে ১২৫ টাকা দিতে হবে।
- শিশু এবং কিশোর কিশোরীদের বায়োমেট্রিক আপডেট– আগে ৫০ টাকা দিতে হতো। তবে নতুন নিয়মে সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে।
UIDAI-এর তরফে জানানো হয়েছে, ১ অক্টোবর ২০২৫ থেকেই এই নতুন নিয়ম চালু হচ্ছে।

