Trending News

৭৫ হাজার চাকরির সুযোগ পশ্চিমবঙ্গে! IT ও উৎপাদন শিল্পে নতুন প্রকল্প চালু হচ্ছে।

পুজোর পরই কিন্তু বিরাট খবর! বাংলায় প্রায় ৭৫ হাজার নতুন চাকরির সুযোগ, এক্ষুনি খোঁজ নিয়ে নাও! অফিসিয়াল রিপোর্টেই সিলমোহর, আইটি আর ম্যানুফ্যাকচারিং সেক্টরেই নাকি সবথেকে বেশি সুযোগ আসছে।

West Bengal GDP: উৎসবের মরশুমে বাংলায় এলো খুশির জোয়ার। সবেমাত্র মিটেছে দুর্গাপুজো। আর শারদীয়া দুর্গাপুজো মিটতেই যে খবর উঠে এসেছে, তাতে আগামী দিনে পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের ক্ষেত্রে যথেষ্ট উজ্জ্বল আলো দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরেই কাজের ক্ষেত্রে এই আলোর সন্ধানেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বহু ক্ষেত্রে চেষ্টা করা হলেও সেই অর্থে বিনিয়োগ সেভাবে হতে দেখা যায়নি বলে অনেকেই অভিযোগ করে থাকেন।

তবে বর্তমান সময়ে সরকারি রিপোর্ট থেকেই দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গে শিল্পক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। আর এর ফলে কাজের ক্ষেত্রে জোয়ার আসতে চলেছে। যা কিনা পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের ক্ষেত্রে যথেষ্ট আনন্দের খবর।

কর্মসংস্থান তৈরীর দিশা

Employment Opportunity: এই মুহূর্তে দেশের সবথেকে গুরুত্বপূর্ণ এবং বড় সমস্যা যদি কিছু হয়ে থাকে তা হল কর্মসংস্থান। সারা দেশ জুড়ে কাজের অভাব সর্বত্র। শিক্ষা বা পড়াশোনার পর্ব চুকিয়ে কোনো যুবক-যুবতী যখন নিজের পায়ে স্বনির্ভর হওয়ার জন্য কাজ খুঁজে বেড়াচ্ছেন, তখন এক সংস্থা থেকে আরেক সংস্থায় ছোটাছুটি করেও সেই অর্থে কোনো কাজ মিলছে না, যদিও বা কোনো কাজ পাওয়া যায় তাও একেবারে সামান্য ৭ থেকে ৮ হাজার টাকা মাসিক মাইনের কাজ।

আবার সেখানে যেদিন অনুপস্থিত থাকা হবে, সেদিন তার দৈনিক বেতনটিও কেটে নেওয়া হয়। থাকে না কোনো সামাজিক নিরাপত্তা, বা তার অবসরকালীন কোনো এককালীন আর্থিক সহযোগিতার প্রশ্ন। ফলে এরকম একটা পরিস্থিতিতে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের কাছেই কর্মসংস্থান তৈরি করাটাই মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গায় পশ্চিমবঙ্গ এবার যথেষ্ট বৃহৎ ভূমিকা নিতে চলেছে।

বাংলায় বিনিয়োগ এবং কর্মসংস্থান তৈরীর আসল ছবি

Investment and Employment: ইতিমধ্যেই যে তথ্য সামনে এসেছে, তাতে বিগত চার বছরের মধ্যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে ১.২৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ বাংলায় এসেছে। এই বিনিয়োগের মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগকৃত টাকা যে শিল্পে শিল্পপতিরা বিনিয়োগ করেছেন তা হল, তথ্যপ্রযুক্তি এবং উৎপাদন শিল্প। যেখানে সারাদেশে GDP ৭.৩ শতাংশ সেখানে বাংলার GDP চলতি আর্থিক বছরেই এক ধাক্কায় বেড়ে ১০.৫% হয়েছে। ফলে এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট যে রাজ্য অর্থনীতিতে ইতিমধ্যেই একটা আর্থিক উন্নয়ন এবং কর্মসংস্থানের জোয়ার লেগে গিয়েছে।

এবার প্রশ্ন উঠতে পারে, হঠাৎ পশ্চিমবঙ্গের GDP বৃদ্ধির মূল কারণ কি? বহু শিল্প বিশেষজ্ঞদের মতে, রাজ্য সরকারের শিল্পের অনুকূল সরকারি নীতি নেওয়ার কারণেই রাজ্যের এই সাফল্য মিলতে চলেছে। বিভিন্ন সরকারি রিপোর্ট উদ্ধৃত করে জানা যাচ্ছে, এ পর্যন্ত ৪২ হাজার ৪৪০ কোটি টাকার বিনিয়োগ যথারীতি বাস্তবায়িত হয়ে গিয়েছে। তার মধ্যে ২৩২৬০ কোটি টাকার পূর্বের প্রকল্প নতুন করে চালু করা হয়েছে। আরও ৩.৯৯ লক্ষ কোটি টাকা আগামীদিনে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ হতে পারে। বিশেষ করে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি উজ্জ্বল।

বাংলায় কর্মসংস্থান তৈরিতে নতুন মাইলস্টোন

পশ্চিমবঙ্গে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প প্রায় শেষের দিকে পৌঁছে গিয়েছে। সেটি হল সল্টলেকের পূর্ব ভারতের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (World Trade Center) তৈরি হচ্ছে। যেখানে ৫০ লক্ষ বর্গফুট অফিস এবং রিটেইল স্পেস রাখা হচ্ছে। এখানে প্রায় এই মুহূর্তে দেড় হাজার কোটি টাকা বিনিয়োগ হয়ে গিয়েছে। আর এর ফলে ভারতবর্ষের অর্থনীতিতে পশ্চিমবঙ্গের এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এক মাইলস্টোন তৈরি করতে চলেছে।

যেখান থেকে প্রায় ৩০ হাজারেরও বেশি কাজের সুযোগ আগামী দিনে তৈরি হতে চলেছে। MSME এবং EPC রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে নতুন নতুন প্রকল্প বাস্তবায়নের ফলে বাংলায় প্রায় ৭৫ হাজারের বেশি নতুন চাকরি বা কর্মসংস্থান তৈরি হচ্ছে।

আর এক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দীর্ঘদিন ধরেই যে রাজ্যে শিল্পে বিনিয়োগে যথেষ্ট জোর দেওয়া হচ্ছিল, যার ফলে সরকার শিল্পের অনুকূল শিল্প বান্ধব নীতি গ্রহণ করেছিল, তার সুফল এখন দেখা যাচ্ছে। শিল্প বিশেষজ্ঞদের মতে, এই সাফল্য যা বাংলায় আগামী দিনে আসতে চলেছে, তা একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টার ফল।

যেহেতু তথ্যপ্রযুক্তি শিল্পেই মূল বিনিয়োগের পরিমাণ সব থেকে বেশি, তাই সবচেয়ে বেশি Information And Technology প্রকল্প তৈরি হচ্ছে সল্টলেকের সেক্টর ফাইভে। এমনিতেই আমরা সকলেই জানি, সল্টলেকের সেক্টর ফাইভ আইটি শিল্পের জন্যই নির্ধারিত। আর এখানে IT শিল্পের সঙ্গে যুক্ত বহু সংস্থা তাদের সদর দপ্তর পর্যন্ত প্রায় তৈরি করে ফেলেছে। আর তার ফলে এই তথ্যপ্রযুক্তি শিল্পের বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ তৈরি হচ্ছে।

শুধু যে সল্টলেকেই হচ্ছে তা নয়, পশ্চিমবঙ্গের অন্যান্য গুরুত্বপূর্ণ শহর যেমন, আসানসোল, শিলিগুড়ি, দুর্গাপুর এবং হলদিয়াতেও বিভিন্ন ধরনের শিল্প তৈরি হচ্ছে। বর্তমান সময়ে শিল্প বিশেষজ্ঞদের মতে এবং অর্থনৈতিক বিশেষজ্ঞদের কথায়, রাজ্যের আর্থিক উন্নয়নের উজ্জ্বল আলো দেখা যাচ্ছে। যখনই কোনো রাজ্যে সার্বিকভাবে কর্মসংস্থান বৃদ্ধি পায় এবং বিনিয়োগ বাড়তে থাকে, স্বাভাবিকভাবেই সেই রাজ্যের আর্থিক উন্নতি হয়। তাই রাজ্যের বিভিন্ন প্রান্তে শিল্প গড়ে ওঠার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে আগামী দিনে তা ইতিবাচক বার্তা বহন করে আনছে।

Bengal Hood

Bengal Hood-এ আমরা ৬ বছরের বেশি সময় ধরে বিনামূল্যে ও জেনুইন চাকরির আপডেট দিয়ে আসছি। Work From Home চাকরি, প্রাইভেট চাকরি, ইন্টার্নশিপ এবং অনলাইন কাজের খবর, সবই নির্ভরযোগ্য!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button