Yogyashree Scheme: যোগ্যশ্রী প্রকল্পে পেয়ে যান মাসে মাসে ৩০০ টাকা! সাথে বিনামূল্যে WBJEE, NEET প্রশিক্ষণ।
পড়াশোনার স্বপ্নটা আর থেমে যাক কেন? যোগ্যশ্রী প্রকল্প এবার দিচ্ছে বিনামূল্যে প্রবেশিকা ট্রেনিং সঙ্গে মাসে ৩০০ টাকা— শুধু আবেদন করলেই শুরু বদলে যাওয়ার গল্প।

Yogyashree Scheme: রাজ্য সরকার নিয়ে এলো, ছাত্রছাত্রীদের জন্য বিশাল বড় সুবিধা! এবার বিনামূল্যে WBJEE, NEET প্রবেশিকা পরীক্ষার কোচিং-এর পাশপাশি মাসে মাসে ৩০০ টাকা করে পাবে!
নতুন এই স্কিমের নাম যোগ্যশ্রী প্রকল্প। এই প্রকল্পে কিভাবে আবেদন করবে? আবেদন ফর্ম কোথায় পাওয়া যাবে? সমস্ত তথ্য থাকবে আজকের এই প্রতিবেদনে। চলো বিস্তারিত জেনে নেওয়া যাক!
যোগ্যশ্রী প্রকল্প: Yogyashree Scheme
২০২৪ সালের জানুয়ারি মাস শুরু হবার সমস্য এই প্রকল্পের সূচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ২০২৫ সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা সায়েন্স নিয়ে পড়ছো, এবং যারা ২০২৭ সালের JEE, WBJEE, NEET সহ বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় বসতে চলেছে, তাদের বিনামূল্যে কোচিং-এর মাধ্যমে প্রস্তুতি করানো হবে।
ইতিমধ্যে একাধিক যোগ্যশ্রী ট্রেনিং সেন্টার চালু করা হয়েছে, রাজ্যের প্রায় সবকটি জেলাতেই। মূলত বড় বড় সরকারি স্কুলগুলিকে এই প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে চালু করা হয়েছে। এই স্কিমে ফ্রি প্রশিক্ষণ তো পাবেই, সাথে মাসে মাসে ৩০০ টাকা করে পড়ুয়াদের হাতখরচ দেওয়া হবে।
Yogyashree Scheme আবেদনের যোগ্যতা
কারা কারা এই যোগ্যশ্রী প্রকল্পে আবেদন করতে পারবে, সেগুলি এক এক করে নীচে আলোচনা করা হল-
- এই প্রকল্পে শুধুমাত্র ক্লাস ১১ এর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরাই আবেদনযোগ্য।
- আবেদনকারী পড়ুয়ার পারিবারিক বার্ষিক আয়, অবশ্যই ০৩ লাখ টাকার কম হতে হবে।
- কাস্ট অনুযায়ী মাধ্যমিকে নির্দিষ্ট নম্বর পেলে, তবেই এই স্কিমে আবেদন করতে পারবে।
কোন কাস্টে কত নম্বর পেতে হবে?
| কাস্ট | মাধ্যমিকে নম্বর পেতে হবে |
| জেনারেল/EWS | ৭০ শতাংশ |
| OBC | ৬৫ শতাংশ |
| SC | ৬০ শতাংশ |
| ST | ৫০ শতাংশ |
যোগ্যশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবে? (Yogyashree Form Fillup)
আগ্রহী ও ইচ্ছুক আবেদনকারীরা এখানে অনলাইন ও অফলাইন দুইভাবেই আবেদন করতে পারবে।
অফলাইনে আবেদন: প্রথমে, ছাত্রছাত্রীদের যার যার নিজস্ব জেলার যোগ্যশ্রী ট্রেনিং সেন্টার থেকে আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে। এরপরে, পড়ুয়াদের সঠিক তথ্য দিয়ে এই আবেদন ফর্মটি ফিলাপ করতে হবে। তারপর, প্রয়োজনীয় ডকুমেন্ট জেরক্স করে আবেদন ফর্মের সাথে জমা করতে হবে পড়ুয়াদের নিজস্ব জেলার যোগ্যশ্রী ট্রেনিং সেন্টারেই। ট্রেনিং সেন্টারের লিস্ট ডাউনলোড করে নেবে, নিচের লিঙ্ক থেকে।
অনলাইনে আবেদন: প্রথমে, যোগ্যশ্রী প্রকল্পের wbbcdev.webstep.in অফিশিয়াল পোর্টালে যেতে হবে।

এখানে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতার বিবরণ এবং গার্জিয়ানের ডিটেইলস দিয়ে ফর্ম ফিলাপ করুন। পারিবারিক আয় কত? আয়ের উৎস ফিলাপ করবে। সবশেষে, প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করবে। তারপরে, ট্রেনিং সেন্টারের লিস্ট দেখতে পাবে, তোমার ইচ্ছা মত ট্রেনিং সেন্টার বাছাই করে আবেদন সম্পূর্ণ করো।
ট্রেনিং সেন্টার, ফর্ম ডাউনলোড ও গুরুত্বপূর্ণ তারিখ
ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ২৪শে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত, আবেদন প্রক্রিয়া চলবে ।
| আবেদনের শেষ তারিখ (Last Date) | 24 December 2025 |
| SC/ST Training Center List | Download List |
| General/OBC/EWS Training Center List | Download List |
| Application Form | Download PDF |
| Online Application Link | Click Here |
মনে রাখবে অনলাইন বা অফলাইন যেকোন একটা পদ্ধতিতে আবেদন করবে। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর, অনলাইনে একটি মেরিট লিস্ট প্রকাশিত হবে। এই মেরিট লিস্টে যেসব পড়ুয়াদের নাম থাকবে, তারাই একমাত্র প্রশিক্ষণ নিতে পারবে।
