Scheme

Taruner Swapno 2025: তরুণের স্বপ্ন প্রকল্প ট্যাবের ১০,০০০ টাকা কবে পাবে? জেনে নাও!

তরুণের স্বপ্ন প্রকল্পের ১০,০০০ টাকা এই বছর কেন এখনো ঢুকল না? পড়ুয়াদের মনখারাপের মাঝে ঠিক কখন টাকা জমা হবে—আজ জানিয়ে দিচ্ছি পুরো সত্যি। তরুণের স্বপ্ন প্রকল্পের ১০,০০০ টাকা কবে জমা হবে?

Taruner Swapno 2025: রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একাদশ শ্রেণীর পড়ুয়াদের পড়াশোনার সুবিধার জন্য তরুণের স্বপ্ন প্রকল্প নামক একটি প্রকল্পের সূচনা করেছিলেন। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক একাদশ শ্রেণীর পড়ুয়াকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হতো।

এই অনুদান দেওয়া হতো তাদের প্রত্যেককে একটি করে ট্যাব কেনার জন্য। তবে এই বছর অর্থাৎ 2025 সালে এখনো পর্যন্ত পড়ুয়াদের ব্যাংক একাউন্টে তরুণের প্রকল্পের অনুদানের টাকা ঢোকেনি। যদিও প্রত্যেক বছর সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যেই ব্যাংক একাউন্টে টাকা ঢুকে যায়।

এদিকে নভেম্বর মাস শেষ হয়ে গিয়ে ডিসেম্বর মাস পরেছে তবু এখনো পর্যন্ত ব্যাংক একাউন্টে টাকা ঢোকেনি। কেন এই বছর টাকা ঢুকতে দেরি হচ্ছে? কবে নাগাদ টাকা ঢুকবে এই সংক্রান্ত সমস্ত তথ্য বা আপডেট রয়েছে প্রতিবেদনে। সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে এই বিষয়ে আপডেট জেনে নিন।

তরুণের স্বপ্ন প্রকল্পের সুবিধা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পড়ুয়াদের পড়াশোনাকে আরো বেশি করে ডিজিটাইলেশন করার জন্য, এছাড়া অনলাইন মাধ্যমে পড়াশোনা কে আরও বৃহত্তর পরিসরে জানার জন্য ট্যাব কেনার জন্য উদ্যোগ নেন। আর এই ট্যাব কেনার টাকা একাদশ শ্রেণীর পড়ুয়াদের ব্যাঙ্ক একাউন্টে দেওয়া হয়। এই ট্যাবের মাধ্যমে অনলাইন ভিত্তিক পড়াশোনাকে স্বাচ্ছন্দের সাথে গ্রহণ করতে পারে পড়ুয়ারা।

ব্যাংকে টাকা ঢোকানোর দেরি হওয়ার কারণ

প্রত্যেক বছর একাদশ শ্রেণীর পড়ুয়াদের ব্যাংক একাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হয় সেপ্টেম্বর-অক্টোবর মাস নাগাদ। কিন্তু এই বছর ডিসেম্বর মাস পরে গেছে তবু টাকা না ঢুকার একমাত্র কারণ হলো প্রতারণা বা হ্যাকিং। প্রসঙ্গত গতবছর তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পড়ুয়াদের ব্যাংক একাউন্টে না ঢুকে হ্যাকিং এর মাধ্যমে প্রতারকদের একাউন্টে চলে গিয়েছিল।

এজন্য এই বছর সম্পূর্ণ প্রক্রিয়াটি যাতে সঠিকভাবে পরিচালনা করা যায় স্বচ্ছতার মাধ্যমে তার জন্যই একটু বিলম্ব হচ্ছে। কোনো রকম সমস্যা ছাড়া পড়ুয়াদের ব্যাংক একাউন্টে নিশ্চিত ভাবে টাকা ঢোকার প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এই বছর টাকা পেতে দেরি হচ্ছে পড়ুয়াদের।

এই বছরের বিশেষ প্রক্রিয়া

যাতে কোন রকম জালিয়াতি না হয় এজন্য প্রত্যেক পড়ুয়াদের আধার সাইন করে একাউন্টে একাউন্টে টাকা ঢোকানো হবে। এর জন্য পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, বিভিন্ন নথিপত্র, আধার নম্বর ও অন্যান্য কিছু অফিসিয়াল পোর্টালে নথিভুক্ত করা হচ্ছে। অনেক ছাত্রছাত্রী হয়ে যাওয়ার জন্য এখনো পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীর নাম পোর্টালে নথিভুক্ত করা হয়নি।

অনেক ছাত্রছাত্রী হওয়ায় তথ্য আপলোডের ক্ষেত্রে সার্ভারে সমস্যা হচ্ছে আর যার জন্যই এতটা বিলম্ব হচ্ছে টাকা ব্যাংক একাউন্টে ঢোকানোর জন্য। তথ্য আপলোড করার পর পড়ুয়াদের OTP ভেরিফিকেশন করা হবে। সমস্ত ছাত্র ছাত্রীদের ওটিপি ভেরিফিকেশন হওয়ার পরেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা দেওয়া হবে।

কবে নাগাদ টাকা কবে পড়ুয়ারা?

সমস্ত একাদশ শ্রেণীর পড়ুয়াদের তথ্য আপলোড হবে এবং ওটিপি ভেরিফিকেশন হবে তারপরে পড়ুয়াদের ব্যাংক একাউন্টে টাকা ঢোকানো হবে। সমস্ত প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদনা করতে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ হয়ে যাবে। অর্থাৎ ডিসেম্বরে তৃতীয় সপ্তাহ নাগাদ ব্যাংক একাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পের অনুদানের টাকা পাওয়া সম্ভবনা রয়েছে।

টাকা দেবার সম্ভাব্য তারিখডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে।
তরুণের স্বপ্ন সেলফ ডিক্লারেশন পোর্টালselfdeclaration.wb.gov.in

Bengal Hood

Bengal Hood-এ আমরা ৬ বছরের বেশি সময় ধরে বিনামূল্যে ও জেনুইন চাকরির আপডেট দিয়ে আসছি। Work From Home চাকরি, প্রাইভেট চাকরি, ইন্টার্নশিপ এবং অনলাইন কাজের খবর, সবই নির্ভরযোগ্য!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button