Zero Balance Accounts: জিরো ব্যাল্যান্স একাউন্ট আছে? পাবেন একাধিক সুবিধা! RBI-এর নতুন নিয়ম।

Zero Balance Accounts: আপনার কি জিরো ব্যাল্যান্স একাউন্ট আছে? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ বড় সুখবর! একাধিক সুযোগ সুবিধা পাবেন এমনটাই ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কি কি সুবিধা পাবেন? চলুন এক এক করে জেনে নিই আজকের এই প্রতিবেদনে।
কি কি সুবিধা রিজার্ভ ব্যাঙ্কের?
Basic Savings Bank Deposit (BSBD) একাউন্টে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI), যা আপনার-আমার মতো সাধারণ গ্রাহক দের স্বস্তি দিচ্ছে। নীচে সমস্ত সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে-
- যত খুশি টাকা ডিপোজিট করতে পারবেন, টাকা জমা করার কোন লিমিট নেই।
- এই BSBD একাউন্টে ATM কার্ড বা ডেবিট কার্ড ব্যবহার করতে পারবেন, কোন রকম রিনিউয়াল ফি লাগবে না।
- ২৫টি চেকবুক একদম ফ্রিতে পাবেন একবছরে।
- মোবাইল এবং ইন্টারনেট ব্যাঙ্কিং-এর সুবিধা।
- ব্যাংকের পাশবুক এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট।
দেশের সমস্ত ব্যাঙ্কগুলিকে সাতদিন সময় দেওয়া হয়েছে RBI-এর বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিটের এই নিয়মগুলি লাগু করার জন্য।
কোন চার্জ ছাড়া টাকা তোলার লিমিট কত হবে?
প্রতিমাসে কমকরে ০৪টি টাকা তোলার অপশন, এবার থেকে ব্যাঙ্কগুলিকে বিনামূল্যে দিতে হবে। ব্যাঙ্কের নিজস্ব ATM ও তার সাথে অন্য সব ব্যাঙ্কের ট্রাঞ্জ্যাকশন অন্তর্ভুক্ত থাকবে। এই নতুন নিয়ম লাগু হবার ফলে, কোন ডিজিটাল ট্রাঞ্জ্যাকশন যেমন- UPI, IMPS, NEFT ও RTGS এগুলোকে টাকা তোলা (Money Withdraw) হিসেবে গণনা করা যাবে না। যার মানে, এই সমস্ত ডিজিটাল ট্রাঞ্জ্যাকশন করার জন্য সাধারণ নাগরিকদের কোনপ্রকার চার্জ আলাদাভাবে করা হবে না।
এই সুবিধা গুলো উপভোগ করার জন্য, যাদের অলরেডি BSBD একাউন্ট আছে, সেই সমস্ত ইউজার-রা তাদের ব্যাঙ্কে অনুরোধ জানাতে পারেন। অপরদিকে, যাদের রেগুলার সেভিংস একাউন্ট (Regular savings account) রয়েছে, তারা ওই একাউন্ট পরিবর্তন করে BSBD একাউন্ট করে নিতে হবে।
কবে থেকে এই নতুন নিয়ম লাগু হবে?
০১লা এপ্রিল ২০২৬ তারিখ থেকে রিজার্ভ ব্যাঙ্কের এই নতুন নিয়ম কার্যকর করা হবে ভারতীয় সমস্ত ব্যাঙ্কে। তবে, ব্যাঙ্কগুলি এই নিয়ম নির্ধারিত সময়ের আগে থেকেই চালু করে দিতে পারে।
একনজরে BSBD-র নতুন সুবিধা এবং পরিবর্তনগুলি।
- কোনো মিমিমাম ব্যালান্স বাধ্যতামূলক নেই।
- নিয়মিত সেভিংস-এর মতো সুবিধা।
- আনলিমিটেড ডিপোজিট।
- ATM / ডেবিট কার্ড দেওয়া হবে বিনা খরচে।
- নিয়মিত চেকবুক এবং স্টেটমেন্ট সুবিধা।
- বিনা খরচে ডিজিটাল ব্যাংকিং সুবিধা।
- প্রতি মাসে কমপক্ষে ৪টি ফ্রি উইথড্রল।
- একই ব্যাঙ্কে অন্য কোন সেভিংস অ্যাকাউন্ট রাখা যাবে না।
- চাইলে আগের সেভিংস অ্যাকাউন্টকে BSBD-এ পরিবর্তন করা যাবে।
কেন এই পরিবর্তন করা হচ্ছে?
নতুন এই নিয়মগুলি লাগু করার পিছনে RBI এর উদ্দেশ্য — সাধারণ মানুষদের জন্য ব্যাঙ্কিং আরও সহজ করা। যাদের ইনকাম কম, বিশেষ করে যারা কম পরিমাণ সেভিংস করেন বা জিরো ব্যাল্যান্স একাউন্ট ব্যবহার করেন, তাদের যাতে অকারণে বিভিন্ন চার্জ-ফি এর নামে অতিরিক্ত টাকা খরচ না করতে হয়।
সর্বোপরি প্রান্তিক এলাকার মানুষজন, ছাত্রছাত্রী, গরীব খেটে খাওয়া মানুষ সবাই ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করতে পারে। এবং আমাদের দেশ সত্যিকারের অর্থে ডিজিটাল ইন্ডিয়া হয়ে উঠতে পারে।

