এখন থেকে মোবাইলেই তৈরি করা যাবে, ডিজিটাল ইনকাম ও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট! পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের জন্য।
আগে ইনকাম বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য পঞ্চায়েতে কতবার দৌড়তে হতো মনে আছে? এবার সেই ঝামেলার দিন শেষ—মাত্র একটা মোবাইলেই বাড়িতে বসে কয়েক মিনিটে তৈরি হবে দুই সার্টিফিকেট! গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের জন্য সত্যিই এটা বড়ো সুখবর, আর বদলে দেবে আপনার পুরো অভিজ্ঞতা।

WBPMS Online Apply: যারা পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত এলাকায় বাস করেন, সে সমস্ত নাগরিকদের জন্য বড় সুখবর! স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট (Residential Certificate) বা ইনকাম সার্টিফিকেটের (Income Certificate) জন্য পঞ্চায়েত অফিসে যাবার প্রয়োজন পড়বে না আর। এখন হাতের মুঠোফোনেই পাবেন পঞ্চায়েতের সমস্ত পরিষেবা, তাও আবার অনলাইনে ডিজিটালই।
হাতে লেখা সার্টিফিকেটের দিন শেষ! স্কুল-কলেজ, চাকরি সবজায়গাতেই এখন ডিজিটাল সার্টিফিকেটের (Digital Certificate) প্রচলন বেড়েছে। তাছাড়া, সবার পক্ষে পঞ্চায়েতে গিয়ে সবসময় সার্টিফিকেট নেওয়া সম্ভবও নয়!
এই সমস্ত কথা মাথায় রেখেই রাজ্য সরকার পঞ্চায়েত এলাকার সাধারণ নাগরিকদের সুবিধার্থে চালু করল WBPMS পোর্টাল। হাতের স্মার্টফোন ব্যবহার করে এই সরকারি পোর্টালের মাধ্যমে পঞ্চায়েতের সমস্ত সার্টিফিকেটর জন্য, অনলাইনে আবেদন করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। মানে বাড়ি বসেই সব সার্টিফিকেট ডিজিটালই পেয়ে যাবেন।
ডকুমেন্ট কি কি লাগবে?
রেসিডেন্সিয়াল ও ইনকাম সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে চাইছেন? জানেন কি? অনলাইনে আবেদন করার সময় কিছু ডকুমেন্ট আপানকে সাবমিট করতে হবে এই পোর্টালে। সেগুলি হল-
- পাসপোর্ট সাইজ ছবি: আবেদনকারীর নিজের একটি রঙ্গিন পরিষ্কার ছবি লাগবে পাসপোর্ট মাপের।
- আধার ও ভোটার কার্ড: আধার কার্ড এবং ভোটার কার্ডের সামনের এবং পিছনের পেজের ছবি আপলোড করতে হবে এই WBPMS পোর্টালে।
- পঞ্চায়েত মেম্বার ফরম্যাট: এটি সবথেকে প্রয়োজনীয় ডকুমেন্ট। আপনার গ্রাম পঞ্চায়েতের সদস্যের থেকে নির্দিষ্ট একটি ফরম্যাটে স্ট্যাম্পের সাথে সই নিয়ে আসতে হবে। আপনি যে ওই এলাকার স্থায়ী বাসিন্দা, তা এই নথি প্রমাণ করবে।
যা মনে রাখা জরুরী- উপরের এই সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করার সময় তার ফাইল সাইজ ঠিক রাখতে হবে। নির্দিষ্ট ফাইল সাইজে ডকুমেন্ট আপলোড না করলে, আবেদন সম্পূর্ণ হবেনা। কোন নথির কি সাইজ থাকা উচিত, তা নিচের টেবিলে বিস্তারিত আলোচনা করা হয়েছে-
| Document Name | File Type | File Size |
| Colour Passport Size Photo | JPG / JPEG | 100 KB |
| Voter Card | PDF / JPG | 150 KB – 2 MB |
| Aadhar Card | PDF / JPG | 2 MB |
| Panchayat Member Format | 2 MB |
অনলাইনে আবেদন (Step By Step Guide)
১) প্রথমে, Google-এ গিয়ে WBPMS সার্চ করুন! অথবা সরাসরি wbpms.in এই পোর্টালে ভিজিট করুন।
২) WBPMS পোর্টালে যাবার পর, উপরে Citizen Corner অপশনে ক্লিক করুন। এবং এখানে টিক মার্ক করে Proceed অপশনে ক্লিক করতে হবে।

৩) এরপরে, আবেদনকারীর মোবাইল নম্বর, OTP বসিয়ে ভেরিফিকেশন করে নিন। তারপরে, পোর্টালে লগ-ইন হয়ে যাবে।

৪) Log-In হয়ে গেলে আপনাকে নিজের সমস্ত তথ্য দিয়ে এই ফর্মটা ফিলাপ করতে হবে। যেমন- আপনার নিজের District, Block, Gram Panchayat ইত্যাদি বেছে নিতে হবে। এরপরে, যার নামে সার্টিফিকেট চাইছেন সেই ব্যক্তির নাম, তার গার্জিয়ানের নাম, তার সম্পূর্ণ ঠিকানা ইত্যাদি। এই সমস্ত তথ্য ফিলাপ করার সময় চেক করে নেবেন, সবকিছু সঠিকভাবে পূরণ করেছেন কিনা? সাথে নামের বানান সহ যা কিছু ফিলাপ করবেন, তা যেন আধার বা ভোটার কার্ডের সাথে ম্যাচ করে।

৫) সবশেষে, আপনি কোন সার্টিফিকেট চাইছেন, তা বাছাই করে নেবেন। মনে রাখবেন, এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অটোমেটিক ভাবে সিলেক্ট করা থাকে। যদি আপনি সার্টিফিকেটের জন্য আবেদন করে থাকেন, তাহলে এখানে কিছু পরিবর্তন করার দরকার নেই।
কিন্তু, যদি ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান, তাহলে অবশ্যই এই অপশনটি সিলেক্ট করে নিতে হবে। এরপরে, আপনার বার্ষিক আয় কত? আয়ের উৎস লিখুন! এরপরে, উপরে উল্লিখিত ডকুমেন্টগুলি আপলোড করে Submit বাটনে ক্লিক করুন।
সার্টিফিকেট ডাউনলোড করার প্রক্রিয়া
WBPMS পোর্টালে যেকোন সার্টিফিকেটের জন্য আবেদন করার পর, কমপক্ষে ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে। তারপর, একিভাবে WBPMS পোর্টালে Log-In করবেন। এরপর, Application Status অপশনে ক্লিক করবেন।
যদি আপনার আবেদনটি Approved হয়ে যায়, তাহলে এখানে Ready to Download অপশন দেখতে পারবেন। সেখানে ক্লিক করলেই, আপনার ফোন বা কম্পিউটারে ডিজিটাল সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। সই করা রঙিন ডিজিটাল সার্টিফিকেট। এই সার্টিফিকেট প্রিন্ট করে নিন। এরপরে, যেকোন কাজে এটাকে ব্যবহার করতে পারেন।
Read More: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2025-2026, আবেদন শুরু! লাস্ট ডেট দেখে

