স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2025-2026, আবেদন শুরু! লাস্ট ডেট দেখে নাও।
এবার পড়াশোনার খরচ নিয়ে আর দুশ্চিন্তা নয়—স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন শুরু হয়ে গেছে। মাধ্যমিক থেকে কলেজ—সব স্তরের পড়ুয়াদের জন্য রয়েছে ১২,০০০ থেকে ৯৬,০০০ টাকার বৃত্তির সুযোগ। যোগ্যতা, নতুন নিয়ম আর আবেদন পদ্ধতি—সবকিছু আজকের প্রতিবেদনে সহজ ভাষায় জেনে নিন।

Swami Vivekananda Scholarship 2025: রাজ্য সরকার পড়ুয়াদের জন্য যে সমস্ত স্কলারশিপ চালু করেছেন, তারমধ্যে উল্লেখযোগ্য হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই স্কলারশিপের মাধ্যমে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্কুল পড়ুয়া থেকে শুরু করে কলেজ পড়ুয়াদের পড়াশোনার জন্য বৃত্তি প্রদান করা হয়।
যে সমস্ত ছাত্র-ছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে ইচ্ছুক তারা এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন কবে থেকে শুরু হতে চলেছে আবেদন প্রক্রিয়া এবং কতদিন পর্যন্ত চলবে, সেই সাথে আবেদন সংক্রান্ত যোগ্যতা ও পদ্ধতি সংক্রান্ত আলোচনা করা হলো এই প্রতিবেদনে।
উদ্দেশ্য:- স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যার অপর নাম বিকাশ ভবন স্কলারশিপ, এর মূল উদ্দেশ্য হলো ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য আর্থিক সাহায্য করা, ভবিষ্যৎ উজ্জ্বল করার লক্ষ্যে ও পড়াশোনার মান উন্নয়ন করার চেষ্টায় এই স্কলারশিপ চালু করা হয়েছে।
বৃত্তির নাম
রাজ্য সরকারের সূচনা করা এই স্কলারশিপের নাম স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ।
অনুদানের পরিমাণ
এই স্কলারশিপে ১২০০০ টাকা থেকে শুরু করে ৯৬০০০ টাকা পর্যন্ত মেধাবী পড়ুয়াদের বৃত্তি প্রদান করা হয়। স্কুল ও কলেজ স্তর ছাড়া প্রফেশনাল কোর্সের ভিত্তিতে বৃত্তির পরিমাণ নির্ভর করে।
আবেদন শুরু
অনেক অপেক্ষার পর 28 নভেম্বর থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
নতুন নিয়ম
স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রেজিস্ট্রেশন করতে এবং রিনিউয়াল এর জন্য দুটি নতুন নিয়ম চালু করা হয়েছে। একটি হল এখন থেকে রেশন কার্ড নম্বর বাধ্যতামূলক করা হয়েছে। দ্বিতীয়টি হল স্ট্যাটাস চেক করতে এবং রেনুয়াল করতে এপ্লিকেশন লগ ইন এর সময় এপ্লিকেশন আইডি নম্বর এবং পাসওয়ার্ড লাগবে। কারণ এই দুটি নম্বর ইনপুট করলে ওটিপি ভেরিফাই করা হবে তারপরে স্ট্যাটাস চেক করা বা রেনুয়াল করা যাবে।
প্রয়োজনীয় যোগ্যতা
স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে হলে নিম্নলিখিত যোগ্যতাগুলো পূরণ করতে হবে।
- পড়ুয়াকে অবশ্যই মাধ্যমিক উচ্চমাধ্যমিক বা কলেজ পড়ুয়া হতে হবে।
- পূর্ববর্তী পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে।
- বার্ষিক পারিবারিক আয় আড়াই লক্ষ টাকার কম হতে হবে।
- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট
আবেদন করার জন্য নিম্নলিখিত ডকুমেন্টগুলো থাকতে হবে।
- আবেদনকারীর কালার পাসপোর্ট সাইজ ছবি।
- ছাত্রছাত্রীর আইডি প্রুফ হিসেবে ভোটার কার্ড বা আধার কার্ড।
- স্কুল-কলেজ বা যেকোন প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার রশিদ বা এডমিশন স্লিপ।
- আগের পরীক্ষার সমস্ত মার্কশীট ও সার্টিফিকেট।
- পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র।
- জাতিগত শংসাপত্র বা প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি থাকে)।
আবেদন প্রক্রিয়া
সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।
- ১) আবেদনকারীকে সবার প্রথমে sbmcm.wb.gov.in এই পোর্টালে প্রবেশ করতে হবে।
- ২) এরপর যদি নতুন হয়ে থাকে তাহলে বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- ৩) এরপর ইউজার আইডি দিয়ে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে।
- ৪) উল্লেখিত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
- ৫) আবেদন পত্র সমস্ত একবার ভালো করে যাচাই করে নিয়ে সাবমিট করতে হবে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর শেষ তারিখ এখনো পর্যন্ত বিকাশ ভবন থেকে ডিক্লেয়ার করা হয়নি। তবে এখনো পর্যন্ত ছয় থেকে আট মাস টানা আবেদন প্রক্রিয়া চলবে বলে মনে করা হচ্ছে। যে সমস্ত পড়ুয়ারা এই স্কলারশিপে আবেদন করতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া করুন।
Read More: এখন থেকে মোবাইলেই তৈরি করা যাবে, ডিজিটাল ইনকাম ও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট!

