Trending News

জিও দিচ্ছে সবচাইতে কম দামে ২৮ দিনের রিচার্জ প্ল্যান! আনলিমিটেড কলিং, ডেটা সহ একগুচ্ছ সুবিধা।

জিনিসপত্রের দাম বাড়তেই মধ্যবিত্তের নিশ্বাস বন্ধ—তার ওপর রিচার্জের খরচ আকাশছোঁয়া! তবে স্বস্তির খবর, জিও আর এয়ারটেল এবার ২০০ টাকার নিচে দারুণ সস্তা প্ল্যান নিয়ে ফিরেছে।

Jio New Recharge Plan: বর্তমান সময়ে ক্রমবর্ধমান জিনিসের দাম বাড়ার সাথে সাথে মোবাইল কোম্পানিগুলো রিচার্জ প্ল্যান এর দাম অতিরিক্ত বাড়িয়েছে, যার ফলে মধ্যবিত্তদের পকেটে অনেকটাই চাপ বৃদ্ধি পেয়েছে। এক সময় জিও কোম্পানি রিচার্জ প্ল্যান এর দাম আকাশ ছোঁয়া রেখেছিল। এর ফলে নিম্ন মধ্যবিত্তদের পকেটে অনেকটাই চাপ বেড়েছিল।

কিন্তু রিলায়েন্স জিও বর্তমানে রিচার্জ প্ল্যান এর দাম অনেকটাই সস্তা রেখেছে মধ্যবিত্তদের কথা মাথায় রেখে। ২৮ দিন অর্থাৎ মোটামুটি এক মাসের জন্য রিচার্জ প্ল্যান এর দাম রাখা হয়েছে ২০০ টাকারও কমে। এই রিচার্জ প্ল্যানে আপনি কি কি সুবিধা পেয়ে যাচ্ছেন যে সম্পর্কিত আপডেট হয়েছে এই প্রতিবেদনে। জেনে নিন বিস্তারিত প্রতিবেদনটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ে।

আজকের এই প্রতিবেদনে দুটি মোবাইল কোম্পানির সস্তার রিচার্জ প্ল্যান সম্পর্কে আলোচনা করা হবে। আপনি যদি ডুয়াল সিম ব্যবহার করে থাকেন তাহলে কোন রিচার্জ প্ল্যানটি আপনার জন্য সুবিধা জনক হবে আপনি বেছে নিতে পারবেন এই প্রতিবেদনটি পড়ে।

Jio 189 টাকার রিচার্জ প্ল্যান

দাম ও ভ্যালিডিটি:– জিও কোম্পানি মাত্র ১৮৯ টাকায় একটি রিচার্জ প্ল্যান এনেছে যেখানে ভ্যালিটিডি দেওয়া হয়েছে ২৮ দিনের।

কি কি অফার রয়েছে:- এই রিচার্জ প্ল্যানটিতে আপনি 2GB হাই স্পিড ডাটা পেয়ে যাবেন। ডাটা শেষ হয়ে যাওয়ার পর স্পিড কমে গেলেও 64kbps থাকবে। এর ফলে আপনি মেসেজ তখনও করে যেতে পারবেন।
ডেটা ছাড়াও যেকোনো নেটওয়ার্কের আনলিমিটেড কলিং করার সুবিধা পাবেন। দৈনিক 300 টি করে মেসেজ করার সুবিধা পাবেন। এছাড়া অতিরিক্ত সুবিধা হিসাবে আপনি পেয়ে যাবেন জিও টিভি এবং জিও এআই ক্লাউড।

Airtel 199 টাকার রিচার্জ প্ল্যান

এয়ারটেল মোবাইল কোম্পানিও খুবই সস্তার একটি রিচার্জ প্ল্যান এনেছেন, যেটাতেও আপনি ২০০ টাকার কমে রিচার্জ করার সুবিধা পাবেন।

দাম ও ভ্যালিডিটি:- এয়ারটেল কোম্পানি ১৯৯ টাকার একটি রিচার্জ প্ল্যান এনেছেন যেটার মধ্যে ২৮ দিনের ভ্যালিডিটি রয়েছে।

কি কি অফার থাকছে:- আপনি পেয়ে যাচ্ছেন প্রতিদিন ২gb হাই স্পিড ডেটা। এছাড়া প্রতিদিন ১০০ টি করে এসএমএস এর সুবিধা। অন্যদিকে রয়েছে যেকোনো নেটওয়ার্ক এর সাথে আনলিমিটেড কলিং এর সুবিধা।

এয়ারটেল কোম্পানির 28 দিনের ভ্যালিডিটি

সহ সবচেয়ে সস্তা প্ল্যান। এটি জিও প্ল্যান থেকে 10 টাকা বেশি। আপনি যদি এয়ারটেল কোম্পানির গ্রাহক হন তবে আপনি মাত্র 199 টাকায় প্রতিদিন 2 জিবি হাই-স্পিড ডেটা, ফ্রি কলিং এবং প্রতিদিন 100 SMS অফার করে। অতিরিক্ত সুবিধা হিসেবে আপনি পেয়ে যাচ্ছেন স্প্যাম আর্লট, বিনামূল্যে হ্যালোটিউনস এবং পারপ্লেক্সিটি প্রো এআইও।

কোন কোম্পানির রিচার্জ প্ল্যানটি আপনার জন্য বেশি লাভজনক?

জিও কোম্পানির ১৮৯টাকা রিচার্জ প্ল্যানটি রিচার্জ করলে আপনি মাসে 300 টি এসএমএস করার সুবিধা পাচ্ছেন। অন্যদিকে এয়ারটেল কোম্পানির ১৯৯ টাকার রিচার্জ প্ল্যানটি আপনাকে দৈনিক ১০০ টাকা এসএমএস করার সুবিধা দিচ্ছে। অর্থাৎ আপনি ১০ টাকা বেশি খরচা করলে বেশি এসএমএসের সুবিধা পাবেন।

দুটি রিচার্জ প্ল্যান ২০০ টাকার কমে রয়েছে। এই জন্য আপনি যেকোনো একটি রিচার্জ প্ল্যান বেছে নিতে পারেন। এত কম টাকায় বিভিন্ন অফারসহ এই রিচার্জ প্ল্যানগুলো মধ্যবিত্ত মানুষদের মাসিক রিচার্জ খরচে অনেকটাই সুবিধা এনে দিয়েছে।

Bengal Hood

Bengal Hood-এ আমরা ৬ বছরের বেশি সময় ধরে বিনামূল্যে ও জেনুইন চাকরির আপডেট দিয়ে আসছি। Work From Home চাকরি, প্রাইভেট চাকরি, ইন্টার্নশিপ এবং অনলাইন কাজের খবর, সবই নির্ভরযোগ্য!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button