PAN Card Deactivate: বন্ধ হয়ে যেতে পারে আপনার প্যান কার্ড! ডিসেম্বরের মধ্যে এই কাজটি করতে হবে।
যদি ৩১ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে প্যানের সঙ্গে আধার লিঙ্ক না করা হয়, তবে ১ জানুয়ারি ২০২৬ থেকে প্যান নিষ্ক্রিয় হতে পারে। এতে ট্যাক্স ফাইলিং, ব্যাংক লেনদেন ও KYC-তে সমস্যা তৈরি হতে পারে। তাই নির্ধারিত সময়ের মধ্যেই PAN-Aadhaar লিংক সম্পন্ন করুন।

PAN Card Deactivate: আমরা সকলেই জানি প্যান কার্ড এমন একটি গুরুত্বপূর্ণ নথি যেটি সরকারি অফিসিয়াল কাজে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে পরিগণিত হয়। আধার কার্ড, ভোটার আই কার্ড এর মতনই প্যান কার্ড অনেক সরকারি অফিসিয়াল কাজে প্রয়োজন হয়।
বিশেষ করে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে, আই.টি.আর ফাইল (Income Tax Return File) জমা দেওয়ার সময়, এছাড়া আরো বিভিন্ন বিষয়ে এটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে কাজে লাগে। কিন্তু আপনি যদি একটি দরকারি কাজ ডিসেম্বর ৩১ তারিখের মধ্যে না করে থাকেন তাহলে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। এই সম্বন্ধে বিস্তারিত জানতে প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে ফেলুন।
আয়কর দফতর থেকে নির্দেশ
আয়কর দফতর থেকে নির্দেশ দেওয়া হয়েছে, আপনি যদি ৩১ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করান, তাহলে ২০২৬ এর ১লা জানুয়ারি থেকে আপনার প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে। এর জন্য আপনি অনেকগুলো সমস্যায় পড়বেন।
আয়কর আইনের 139AA(2A) ধারা অনুযায়ী, এটি ভারতীয় প্রত্যেক নাগরিকের জন্যই বাধ্যতামূলক করা হয়েছে। এই জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে, আপনি যদি এখনও পর্যন্ত আধার ও প্যান কার্ড লিংক না করিয়ে থাকেন। তাহলে অবশ্যই করিয়ে নেবেন। নাহলে ২০২৬-এর ১লা জানুয়ারি থেকে ব্যাংক সম্পর্কিত বিভিন্ন সমস্যায় আপনি পড়তে পারেন।
প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে কি কি সমস্যা হবে?
আধার-প্যান কার্ড লিংক না করানো থাকলে, আপনার প্যান কার্ডটি নিষ্ক্রিয় করে দেওয়া হতে পারে। তাহলে আপনাকে যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হবে-
১) আয়কর জমা দিতে, ট্যাক্স রিফান্ড করতে, ব্যাঙ্কিং ট্রানজেকশন (Banking Transactions) বা স্টক মার্কেটিং বিনিয়োগ (Invest in Ttock Marketing) করতেও আপনার সমস্যা হবে।
২) এছাড়া প্যান কার্ড টা নিষ্ক্রিয় হয়ে গেলে টিডিএস (TDS) বা টি.সি.এস (TCS)-এর বেশি টাকা কাটবে।
৩) প্রবীণ নাগরিক যারা রয়েছেন তাদের সেভিংস একাউন্টে যে ছাড় গুলো পেয়ে থাকেন সেগুলো পাওয়া আটকে যাবে।
৪) ব্যাংকে যে কেওয়াইসি (KYC) জমা করতে হয়, সে কেওয়াইসি (KYC) জমা করাও আটকে যেতে পারে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে।
প্যান কার্ড ও আধার কার্ড লিংকের ডেডলাইন
সি.বি.ডি.টি (CBDT) চলতি বছরের ৩ এপ্রিল এই নির্দেশিকা জারি করেছিল। যে সমস্ত প্যান কার্ড গ্রাহকরা আধার এনরোলমেন্ট আইডি (Aadhaar Enrollment ID) দিয়ে প্যান কার্ড তৈরি করেছেন! তাদের অবশ্যই ৩১ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে আধার-প্যান কার্ড লিঙ্ক করতে হবে।
যদি এই সময়ের মধ্যে আধার-প্যান লিঙ্ক করেন, তাহলে কোনও জরিমানা দিতে হবে না। কিন্তু আপনি যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে লিঙ্ক না করান তাহলে, ১ হাজার টাকা করে জরিমানা দিতে হবে।
প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করার নিয়ম
আপনি বাড়িতে বসেই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বা ল্যাপটপ ব্যবহার করে এই কাজটি করতে পারবেন।
- আপনাকে সর্বপ্রথম ইনকাম ট্যাক্স-এর ই-ফাইলিং (Income Tax e-filing) পোর্টালে যেতে হবে।
- এরপর, লিঙ্ক আধার অপশন এ ক্লিক করতে হবে।
- এরপর, আপনার প্যান কার্ড নম্বর, আধার নম্বর ও নাম ইনপুট করতে হবে।
- এবার যে OTP আসবে আপনার নিবন্ধিত মোবাইল ফোনে সেটা ইনপুট করতে হবে।
তাহলে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে।
যদি আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে কী করবেন?
যদি আপনার প্যান কার্ড ইতিমধ্যেই নিষ্ক্রিয় হয়ে গিয়ে থাকে, তাহলে চিন্তার কারণ নেই। সেক্ষেত্রে আপনাকে প্রথমে ইনকাম ট্যাক্স পোর্টালে গিয়ে ১০০০ টাকা জরিমানা দিতে হবে। তারপরে, প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
লিংক করার কতদিন পর সক্রিয় হবে?
আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করার পর 30 দিন মতো সময় লাগে সক্রিয় হতে। যতদিন পর্যন্ত আপনার প্যান কার্ড সক্রিয় হচ্ছে না, ততদিন পর্যন্ত যেকোনো লেনদেন থেকে বিরত থাকা ভালো।

